Skip to main content

Posts

Showing posts from April, 2022

শিক্ষার আন্দোলন ও সমাজসংস্কারের অগ্রদূত গুরুচাঁদ ঠাকুর লেখক- জগদীশচন্দ্র রায়

শিক্ষার আন্দোলন ও সমাজসংস্কারের অগ্রদূত গুরুচাঁদ ঠাকুর লেখক- জগদীশচন্দ্র রায়    জন্ম ও শিক্ষা গ্রহণঃ- গুরুচাঁদ ঠাকুরের জন্ম ১৮৪৬ সালের ১৩ই মার্চ ; বর্তমান বাংলাদেশের ওড়াকান্দী গ্রামে। পিতার নাম হরিচাঁদ ঠাকুর মাতা হচ্ছেন- শান্তি মাতা। পাঠশালার শিক্ষা জন্য সাধু দশরথের ও গোলকের বাড়িতে থেকে শিক্ষা গ্রহণ করেন। এইভাবে তিন বছর শিক্ষা গ্রহণের পরে তিনি ওড়াকান্দীতে ফিরে আসেন। ওড়াকান্দীতে   কোন উচ্চবর্ণীয়দের স্কুলে ভর্তি হতে পারেন না। কারণ তিনি তো পতিত অস্পৃশ্য নিচু জাতির লোক। তখন বাধ্য হয়ে তিনি মুসলমানদের মক্তবে ভর্তি হন। সেখানে আর্‌বি , পার্‌সী ভাষায় শিক্ষা গ্রহণ করেন । মক্তবের শিক্ষা সমাপ্ত হলে উচ্চ শিক্ষার কোন সুযোগ না থাকায় বাধ্য হয়ে মাত্র ১২ বছর বয়সে ১৮৫৮ সালে তাঁকে শিক্ষা গ্রহণ বন্ধ করতে হয়।      শিক্ষার আন্দোলনঃ- গুরুচাঁদ ঠাকুর একাধারে যেমন ছিলেন প্রথাগত (একাডেমিক) শিক্ষার প্রসারের অগ্রদূত। তেমনি তিনি অন্য দিকে ছিলেন সামাজিক শিক্ষার ধারক ও বাহক । অর্থাৎ Education for earning and education for learning. গুধুমাত্র একাডেমিক শিক্ষায় শিক্ষিত হলেই সে প্রকৃত শিক্ষার অধিকারী হতে পারেন

ধর্মের প্রয়োজনীয়তায় বাবাসাহেব ও গুরুচাঁদ ঠাকুর

  ধর্মের প্রয়োজনীয়তা য় বাবাসাহেব ও গুরুচাঁদ ঠাকুর        ধর্ম , সামাকিজ মর্যাদা এবং সম্পদ এই তিনটি জিনিস ক্ষমতা এবং কর্তৃত্বের উৎস হিসাবে কাজ করে। এই তিনটির যে কোনো একটি দ্বারা একজন মানুষ আর একজন মানুষের স্বাধীনতাকে নিয়ন্ত্রণ করতে পারে। একটা অবস্থায় একটা উপাদান প্রভাব বিস্তার করে , অন্য অবস্থায় অন্য একটা উপাদান প্রভাব বিস্তার করে এটাই শুধু পার্থক্য।     যতক্ষণ আপনারা সামাজিক ব্যবস্থার পরিবর্তন না করবেন , ততক্ষণ তেমন কোন উন্নতি করতে পারবেন না।      যে দুর্ভেদ্য প্রাচীর দ্বারা জাতব্যবস্থা গড়ে তোলা হয়েছে এবং যে সব উপাদানের সাহায্য এই প্রাচীর গড়া হয়েছে , তার মধ্যে যুক্তি - নীতি নামক কোনো দাহ্য উপাদান নেই। উপরন্তু এই প্রাচীরের অভ্যন্তরে ব্রাহ্মণ সৈন্যবাহিনী পাহারা দিচ্ছে। সেই ব্রাহ্মণরাই বুদ্ধিজীবী শ্রেণি এবং হিন্দু দের প্রকৃত নেতা। জাত ব্যবস্থার প্রাচীর পাহারা দেওয়ার জন্য ব্রাহ্মণ সৈন্যবাহিনী ভাড়াটে সৈন্যদের মতো পাহারা দেবে না। তারা মাতৃভূমি রক্ষার জন্য প্রাণপন যুদ্ধ করবে।      আমি নিয়মসর্বস্ব ধর্মকে সমালোচনা করছি বলে এটা যেন কেউ মনে না করেন যে , আমি ধর্মের প্রয়োজনীয়তাকে অস্বীকা