Skip to main content

Posts

Showing posts from March, 2022

আপনি কি আত্মার শান্তি কামনা করেন? জন্মান্তরবাদে বিশ্বাস করেন? লেখক- জগদীশচন্দ্র রায়

  আপনি কি আত্মার শান্তি কামনা করেন ? জন্মান্তরবাদে বিশ্বাস করেন ? লেখক- জগদীশচন্দ্র রায়      আমরা প্রতিনিয়ত শুনতে পাই কেউ মারা গেলে তার উদ্দেশ্যে বলা হয়-   ‘ আত্মার শান্তি কামনা করি’।   প্রশ্ন হচ্ছে এই আত্মা কী ? মৃত্যুর পরে কি সত্যি সত্যি তার কোনো অস্তিত্ব থাকে ?      আবার জন্মান্তরের কথাও আমরা শুনতে পাই। সেটা কী ? প্রথমেই জানাই এই মৃত্যুর পরে আত্মার অস্তিত্ব এবং জন্মান্তরের কথা বিশেষ করে বৈদিক ধর্মে দেখতে পাই । তবে মতুয়া মতে মৃত্যুর পরে আত্মার কোনো অস্তিত্ব আছে কি ? আর বুদ্ধের মতে জন্মান্তর বলতে কি বোঝানো হয়েছেন ? আসুন তাহলে জেনে নেই এই বিষয়ের বিশ্লেষণ ; আমার লেখা বই   “ গুরুচাঁদ ঠাকুরের সমাজ সংস্কার ও মুক্তির দিশা”   – থেকে । মতুয়া দর্শনে দেহ তত্ত্বের ব্যাখ্যাঃ- এই বিষয়ের প্রথমেই জানিয়ে দেই যে , এই দেহতত্ত্ব কিন্তু বৈদিক ভাবনার নয়। এটা মতুয়া দর্শনের হলেও এটা বৈজ্ঞানিক ও সার্বজ নী ন ব্যাখ্যা। এখানে বৈদিকতার কোনো স্থান নেই । মাটি দিয়ে গড়া দেহ মাটিতেই লয় । দেহ হতে দেহ তাই প্রকৃতি গড়ায়। । এবে শুন কেবা কান্দে কিসের মায়ায় । ব্রহ্মের বিকারে সৃষ্ট ব্রহ্মাণ্ড যে হয়।