Skip to main content

Posts

Showing posts from January, 2013

হরিচাঁদ ঠাকুরের পিতা যশোমন্ত কি মৈথিলী ব্রাহ্মণ ছিলেন ?

প্রথমেই জানিয়ে দিতে চাই যে, এই লেখা কারো ব্যক্তিগত বিশ্বাসে আঘাত করার উদ্দেশ্যে নয়। তবুও যদি কারো বিশ্বাসে আঘাত পৌঁছায় তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি । কোন মহা মানব/মানবী’র আদর্শ সমাজে প্রতিষ্ঠিত হলে, তিনি কোন সমাজের উদ্ধারের কাজ কররে সেটা যেমন সামগ্রীক কল্যানের জন্য হয়, তেমনি তিনিও তখন আর কারো ব্যক্তিগত সম্পত্তি বলে রববেচিত হন না। তিনি দেশ-কাল-পাত্র ভেদে সকলের হয়ে যান । বিশেস করে তাঁর কর্ম ও অদর্শকে যারা অনুসরণ করেন ,তাদের কাচে তিনি মহানরূপে বিবেচিত হন । গত কয়েক দিন ধরে Facebook এ দেখছি , বাংলাদেশের পা্ঠ্য পুস্তকে “শ্রীহরিচাঁদ ঠাকুর ” Subject এ যে বর্ননা দেওয়া হয়েছে, তা নিয়ে বিতর্ক । যেমন-(হরিচাঁদ ঠাকুরের পিতা) যশোমন্ত ছিলেন মৈথিলী ব্রাহ্মণ ।(হরিচাঁদ ঠাকুর) তিনি নতুন কোন ধর্ম প্রচার করেননি । তিনি মহাপ্রভু শ্রীচেতন্যের হরিনাম প্রচার করেছেন । ইত্যাদি । এ বিষয়ে আমার ব্যক্তিগত মতামত,যুক্তি ও প্রমান দেওয়ার চেষ্টা করছি । মহাকবি তারক সরকার রচিত ‘শ্রীশ্রীহরিলীলামৃত’-এর বংশ তালিকায় দেখান হয়েছে যে, হরিচাঁদ ঠাকুরের পূর্ব পুরুষ মৈথিলী ব্রাহ্মণ ছিলেন । এটাকে প্রমান হিস

হরিচাঁদ ঠাকুর কি সত্যি সত্যি মরা গরুকে বাচিঁয়ে ছিলেন

“মতুয়া ধর্ম এক ধর্ম বিপ্লব”- সুকৃতি রঞ্জন বিশ্বাস পৃষ্ঠা নং-৪২/৪৩ থেকে। মতুয়ারা হরি-গুরুচাঁদের অলৌকিক ক্ষমতা নিয়ে খুবই গর্বিত ।অতি অসাধারণ মানুষের কোন গুণ নিয়ে কারুর সন্দেহ প্রকাশ করা মানায় না । ইন্দ্রিয় ও যুক্তি গ্রাহ্য যে অসীম গুণের অধিকারি হরি-গুরুচাঁদ, তাতে ওদের মহিমা বৃদ্ধির জন্য আর কোন অলৌকিক ঘটনা প্রচারের প্রয়োজন পড়ে না । কিন্তু বাস্তবত সকল মতুয়ারা , মতুয়াধর্মকে গার্হস্থ্য জীবন গঠনে হরি-গুরুচাঁদের অবিস্মরণীয় অবদানের থেকে অলৌকিক ঘটনা গুলিকে কেন এত বেশি গুরুত্ব দেন, তা বোঝা মুশকিল ! তবে এই ভুল ঝোঁকের জন্য শ্রীশ্রীহরি লীলামৃত ও শ্রীশ্রী গুরুচাঁদ চরিত গ্রন্থ দুটির কিছু প্রভাবও অস্বীকার করা যায় না । তবে আমার ধারণা-গ্রন্থ দুটির বক্তব্যেরর সারমর্ম ঠিকমত উপলব্ধি করতে না পারার কারণেই এই সব বিভ্রান্তির সৃষ্টি হয়েছে । যেমন নীচের লাইনগুলির কথাই ধরুন- যারে ব্রজ, আমি তোরে দিনু এই নড়ি । ওঠ বলে বলদেরে মার গিয়া বাড়ি । হুংকার করিয়া ব্রজ করি হরি ধ্বনি । বলদের পৃষ্ঠে বাড়ি মারিল অমনি ।। ওঠ ওঠ ওরে গরু রলি কেন শুয়ে ? অমনি উঠিয়া গরু গেল দৌঁড়াইয়ে ।। -এ জাতীয় বেশ কিছু ঘটনা