Skip to main content

Posts

Showing posts from February, 2015

হরিলীলামৃতের বিজ্ঞান ভাবনা

হরিলীলামৃতের বিজ্ঞান ভাবনা মতুয়া অনুরাগী সাথীরা , সবাইকে আমার আন্তরিক সুভেচ্ছা জানাই । বর্তমানে আমরা একটা শতাব্দী অতিক্রান্তের দোর গোড়ায় দাঁড়িয়ে আছি । কি সের শতাব্দী ? সেটা হচ্ছে “ শ্রীশ্রীহরি লীলামৃত প্রক ” শ"-এর শতাব্দী । অর্থাৎ বাংলা ১৩২৩ সাল এবং ইংরাজী ১৯১৬ সালে এই মতুয়া আকর গ্রন্থের প্রকাশ হয়েছিল অনেক পাহাড় প্রমান বাধাকে উত্তির্ণ করে । একটা প্রবাদ আছে - জঙ্গলের বাঘও চলতে চলতে পিছন ফিরে তাকায় , তাকে কেউ অনুসরণ করছে কি না সেটা জানার জন্য । আমরা লীলামৃত প্রকাশের এই একশ বছরের কধ্যে কখনও পিছন ফিরে তাকিয়ে দেখেছি কি বা পর্যালোচনা করেছি কি ? যে , হরিচাঁদ ঠাকুরের যে মতাদর্শ ও দর্শন লীলামৃতের পাতায় পাতায় লিপিবদ্ধ আছে তার কতটা আমরা বাস্তবায়িত করতে পারলাম ? কতটা পারলাম না ? কেন পারলাম না ? এই দর্শনকে প্রচার প্রসার করার জন্য কি করতে হবে ? কিভাবে করতে হবে ? ইত্যাদি ইত্যাদি । কিন্তু “ হরি - গুরুচাঁদ আম্বেদকর চেতনা মঞ্চ ” সেই লীলামৃতের operation- এর কাজে ব্রতী হয়েছে , লীলামৃতের প্রকাশের শতবর্ষ পূর্তী অনুষ্ঠানের মধ্য দিয়ে । তার জন্য আয়োজক ও সংগঠনের কর্মকর্তাদের কে আমার আন্