Skip to main content

Posts

Showing posts from June, 2014

মতুয়াদের করণীয় (১)

মতুয়াদের করণীয় (১) জগদীশ রায় email ID- roy.1472@gmail.com ‘মতুয়াদের করণীয়’ বলতে আমরা একবাক্যেই বুঝে যাই যে , “ যারা officially নাহলেও unofficially নিজেদের মতুয়া বলে মনে করেন , তাদের কি করা দরকার।” অনেকেই বলতে পারেন- আবার officially/unofficially কথাটা কেন এল ? হ্যাঁ , এটা দিয়েই না হয় শুরু করি , মতুয়াদের করণীয় বিষয়ে । প্রতিটি প্রতিষ্ঠিত   ধর্মের কিছু নিয়ম ও সংস্কার আছে , সেই ধর্মের প্রতিনিধি বা ঐ ধর্মের অনুসারী হওয়ার জন্য । যেমন- খৃষ্টান ধর্ম গ্রহন করতে হলে ' ব্যাপিৎসমা ' গ্রহন করতে হয় । তারপর তিনি খৃষ্টান হন । তেমনি ইসলাম ধর্ম গ্রহন করতে হলে তাকে ( ' ছুন্নৎ ') বিশেষ সংস্কারের মধ্য দিয়ে গিয়ে ইসলামকে গ্রহন করে মুসলমান হতে হয় । আবার বুদ্ধ ধম্ম গ্রহন করতে হলে দীক্ষা গ্রহন করতে হয় , যেটাতে বাবা সাহেব দ্বারা প্রতিষ্ঠিত ২২ (বাইশ) প্রতিজ্ঞা গ্রহনের নিয়ম আছে । আর হিন্দু ধর্মেও (আসলে ব্রাহ্মণ ধর্ম) পৈতা প্রথা আছে । যারা পৈতা সংস্কার করেন তারাই ঐ ধর্মের লোক । আর যাদের কোন সংস্কার হয়না তাকেও   ব্রাহ্মণদের সুবিধার জন্য হিন্দু বানিয়ে নিয়েছে । এঁরা হচ্ছেন SC, ST এব