Skip to main content

Posts

Showing posts from January, 2022

**গুরুচাঁদ দর্শনে মহাপ্রাণ যোগেন্দ্রনাথ** লেখক- প্রদীপ কুমার বিশ্বাস

  **গুরুচাঁদ দর্শনে মহাপ্রাণ যোগেন্দ্রনাথ** লেখক- প্রদীপ কুমার বিশ্বাস     গুরুচাঁদ ঠাকুর মতুয়া দর্শনের অন্যতম পথিকৃত। মতুয়া দর্শনে (ধর্মে) অনুগত বা বিশ্বাসী মানুষরা মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডলের বিপক্ষে সবথেকে বেশি সমালোচনা বা বিরূপ মন্তব্য করেন। কিন্তু তাঁরা জানেন না মহাপ্রাণ যোগেন্দ্রনাথ ছিলেন গুরুচাঁদ ঠাকুরের শিক্ষা আন্দোলন ও রাজনৈতিক দর্শনের অন্যতম রূপকার। এবিষয়ে অজানা অপ্রকাশিত অথচ সম্পূর্ণভাবে সত্য তুলে না ধরলে মতুয়া মহলে মহাপ্রাণ যোগেন্দ্রনাথ সম্পর্কে ভালো ধারণা বা সম্মান আসবে না। বরিশাল জেলার আগৈলঝাড়া গ্রামের ভেগাই হালদার (ভালো নাম রামনাথ হালদার) ছিলেন গুরুচাঁদ ভক্তদের মধ্যে অন্যতম। ভেগাই হালদার বৈদিক বিভিন্ন তীর্থ পর্যটন করবার পরও তিনি সঠিক পথের দিশা খুঁজে পাচ্ছিলেন না। “শেষ পর্যন্ত তিনি ওড়াকান্দী মতুয়া সাধু বাঘাই হালদার এবং মতুয়া সাধু শশীভূষণের সঙ্গে বারুনী স্নানে আসেন। গুরুচাঁদ ঠাকুরের সঙ্গে সাক্ষাতের পর নবজন্ম প্রাপ্ত হইল। গুরুচাঁদ ঠাকুর ভেগাই হালদারকে নিরক্ষর বালক বালিকাদিগকে শিক্ষাদান , মনুষত্বের বিকাশ সাধন , উদার মানবিক চেতনা লাভ ও আপামর জনসাধরণকে আত্মজ্ঞানে