Skip to main content

Posts

Showing posts from August, 2014

মহাকবি তারক চন্দ্র সরকার

কবি তারক চন্দ্র সরকার মহাকবি তারক চন্দ্র সরকার হরিলীলামৃত গ্রন্থ লিখেছেন । জন্মঃ- তারক সরকার ১৮৪৫ সালে যশোর জেলার জয়পুরে জন্মগ্রহন করেন। ( তথ্যঃ ঠাকুর শ্রী শ্রী হরিচাঁদ মানব পুরুষঃ অধ্যাত্ম পুরুষ। পৃঃ সংখ্যা ২৭৮) বারশ' চুয়ান্ন সালে আষাঢ় মাসেতে ।   জন্ম নিল শ্রীতারক প্রভু  আজ্ঞামতে ।। তেরশ' একুশ সালে মার্গশীর্ষ কালে । শ্রীতারক ছাড়িলেন এই ধরাতলে ।। ------------------------------- মার্গ শীর্ষ শেষভাগে তারিখ একুশে ।     কায়া ছাড়ি  গোস্বামীজী চলে নিজ দেশে ।।  (গুরুচাঁদ চরিত, পঞ্চম সংস্করণ পৃঃ সংখ্যা- ৩১১) মার্গ শীর্ষ  অমাবশ্যে  শনিবার দিনে । তোর মাতা প্রসব করিল শুভক্ষণে ।। নাম করণেতে  নাম রাখিল তারক । (হরিলীলামৃত আদি সংস্করণ পৃঃ সংখ্যা ৩৬) মহাপরিনির্বাণঃ- ১লা অগ্রহায়ণ ১৩২১ সাল । ( হরিলীলামৃত দশম সংস্করণ পৃঃ সংখ্যা xxvi ) পিতার নামঃ- কাশীনাথ । তিনি কবিয়াল ছিলেন । ঢাকা কিংবা কলিকাতা    কাশী যায় যথা তথা গানে মত্ত ছিল দিন রাত । (গুরুচাঁদ চরিত, পঞ্চম সংস্করণ পৃঃ সংখ্যা ২৮৬-২৯৬) পঞ্চম বরষ কালে   বসিয়া পিতার কোলে কাব্য গাঁথা করিল রচনা