Skip to main content

Posts

Showing posts from September, 2014

মতুয়াদের করণীয় (১)

মতুয়াদের করণীয় (১)   জগদীশচন্দ্র রায়(মুম্বাই) M. No. 09969368536 E-Mail ID roy.1472@gmail.com মতুয়াদের করণীয় বলতেই আমরা একবাক্যেই বুঝে যাই যে , যারা officially নাহলেও unofficially নিজেদের মতুয়া বলে মনে করেন , তাদের কি করা দরকার । অনেকেই বলতে পারেন- আবার officially/unofficially কথাটা কেন এল ? হ্যাঁ , এটা দিয়েই না হয় শুরু করি , মতুয়াদের করণীয় বিষয়ে ।     প্রতিটি প্রতিষ্ঠিত  ধর্মের কিছু নিয়ম ও সংস্কার আছে , সেই ধর্মের প্রতিনিধি বা অনুন্যায়ী বা ঐ ধর্মীয় হওয়ার জন্য । যেমন- খৃষ্টান ধর্ম গ্রহন করতে হলে ' ব্যাপিৎসমা ' গ্রহন করতে হয় । তারপর তিনি খৃষ্টান হন । তেমনি ইসলাম ধর্ম গ্রহন করতে হলে তাকে ( ' ছুন্নৎ ') বিশেষ সংস্কারের মধ্য দিয়ে গিয়ে ইসলামকে গ্রহন করে মুসলমান হতে হয় । আবার বুদ্ধ ধম্ম গ্রহন করতে হলে দীক্ষা গ্রহন করতে হয় , যেটাতে বাবা সাহেব দ্বারা প্রতিষ্ঠিত ২২ (বাইশ) প্রতিজ্ঞা গ্রহনের নিয়ম আছে । আর হিন্দু ধর্মেও (আসলে ব্রাহ্মণ ধর্ম) পৈতা প্রথা আছে । যারা পৈতা সংস্কার করেন তারাই ঐ ধর্মের লোক । আর যাদের কোন সংস্কার হয়না তাকেও  ব্রাহ্মণদের সুবিধার জন্য হিন্দু বানিয়ে

হরিচাঁদ ঠাকুরের পিতা যশোমন্ত কি মৈথিলী ব্রাহ্মণ ছিলেন ?

হরিচাঁদ ঠাকুরের পিতা যশোমন্ত কি মৈথিলী ব্রাহ্মণ ছিলেন   ? January 31, 2013 by জগদীশ রায়      প্রথমেই জানিয়ে দিতে চাই যে , এই লেখা কারো ব্যক্তিগত বিশ্বাসে আঘাত করার উদ্দেশ্যে নয়। তবুও যদি কারো বিশ্বাসে আঘাত পৌঁছায় তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি । কোন মহা মানব / মানবী ’ র আদর্শ সমাজে প্রতিষ্ঠিত হলে , তিনি কোন সমাজের উদ্ধারের কাজ কররে সেটা যেমন সামগ্রীক কল্যানের জন্য হয় , তেমনি তিনিও তখন আর কারো ব্যক্তিগত সম্পত্তি বলে রববেচিত হন না। তিনি দেশ - কাল - পাত্র ভেদে সকলের হয়ে যান । বিশেস করে তাঁর কর্ম ও অদর্শকে যারা অনুসরণ করেন , তাদের কাচে তিনি মহানরূপে বিবেচিত হন । গত কয়েক দিন ধরে Facebook এ দেখছি , বাংলাদেশের পা্ঠ্য পুস্তকে “ শ্রীহরিচাঁদ ঠাকুর ” Subject এ যে বর্ননা দেওয়া হয়েছে , তা নিয়ে বিতর্ক । যেমন -( হরিচাঁদ ঠাকুরের পিতা ) যশোমন্ত ছিলেন মৈথিলী ব্রাহ্মণ । ( হরিচাঁদ ঠাকুর ) তিনি নতুন কোন ধর্ম প্রচার করেননি । তিনি মহাপ্রভু শ্রীচেতন্যের হরিনাম প্রচার করেছেন ।