Skip to main content

Posts

Showing posts from January, 2021

মতুয়া নামের উৎপত্তি। লেখক – জগদীশ রায়

  মতুয়া নামের উৎপত্তি (১) লেখক – জগদীশ রায় শ্রীশ্রীহরিলীলামৃত -এর ৬৬ পৃষ্ঠায় “ভক্তগণের মতুয়া খ্যাতিববরণ”(১ম সংস্করণ) -এ দেখতে পাই,   ওঢ়াকাঁদি রাউৎখামার মল্লকাঁদি।    ভ্রমণ করেন হরিচাঁদ গুণনিধি।।    সঙ্গে ভক্তগণ ফিরে পরম আনন্দে।    নাম সংকীর্ত্তন গান হ’তেছে স্বচ্ছন্দে।।   হেন কালে তিন জন ব্রাহ্মণ আসিল। সভামধ্যে আসিয়া তাহারা দাণ্ডাইল।। সবে বলে বসুন বিছানা আছে অই। তারা বলে হরিচাঁদ প্রভু তিনি কই।। (শ্রীশ্রীহরিলীলামৃত ১ম সংস্করণ পৃ. ৬৭) এরকম সময় তিন জন ব্রাহ্মণ সভায় উপস্থিত হয়। তারা জানতে চায় ‘ঠাকুর’ কে ? সভার লোকেরা ঠাকুরকে দেখিয়ে দেয়। কিন্তু এই তিনি জনের কেউই ঠাকুরকে প্রণাম করছে না দেখে সভার থেকে বলা হয় যে, ‘ঠাকুর দেখিলে পরে প্রণামিতে হয়।’ তারপর এক এক করে দুজনে প্রণাম করে। কিন্তু অন্য জন্য দাঁড়িয়েই থাকে। তখন তার ঘাড় ধরে জোর করে প্রণাম করতে বাধ্য করানো হয়। কিন্তু এই ঘটনা দেখে – ‘ সভাসদ বিপ্র যত রাগান্বিত হ’ল।’ আর এই খবর জানার পর গ্রামের অনেক লোকই রেগে যায়। তখন তারা ঠাকুরের সম্পর্কে বিভিন্ন কটু কথা বলতে শুরু করে। তারা বলে – এই ঠাকুর যা শুরু করেছে এসবই সামাজিকভাবে অব