Skip to main content

Posts

Showing posts from April, 2016

লীলামৃতের প্রথম সংস্করণের বিকৃত করণ, কীভাবে করা হয়েছে তার বিশ্লেষণ। -জগদীশ রায়

লীলামৃতের প্রথম সংস্করণের বিকৃত করণ , কীভাবে করা হয়েছে তার বিশ্লেষণ।  Jagadish Ch. Roy (Mumbai)      যে যে মহামানব আমাদের পতিত পিড়িত নিষ্পেষিত সমাজের মানুষকে সামাজিক , সাংস্কৃতিক , আর্থিক ও ধর্মীয় শৃঙ্খল থেকে মুক্তি দেওয়ার জন্য  জীবনকে বাজি রেখে প্রতিকূল সমাজ ব্যবস্থার  বিরুদ্ধে কঠোর সংগ্রাম করে আজ আমাদের পশু থেকে মানুষের পর্যায়ে উন্নিত করেছেন সেই মহামানব  পতিত পাবন হরিচাঁদ ঠাকুর , গুরুচাঁদ ঠাকুর , মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডল , বাবা সাহেব আম্বেদকর এবং সর্বোপরি মহান দার্শনিক গৌতম বুদ্ধকে শ্রদ্ধা জানাই।  আমি কখনো পাঠকগণকে  শ্রোতাদের মতো দেখতে চাইনা কারণ, শ্রোতা আর বুদ্ধিজীবি (অর্থাৎ বিচারধারায় প্রভাবিত)  মানুষের  মধ্যে পার্থক্য আছে। রাজহাসকে দুধ আর জল মিশিয়ে দিলে স ে দুধটাকে চুষে খায়। আর জল পড়ে থাকে। এই প্রবাদ যদি সত্যি হয় বা না হয়, এর থেকে শিক্ষনীয় বিষয় হচ্ছে,   দুধ আর জলকে আলাদা করে বোঝার ক্ষমতাবানদের আমি এখানে বুদ্ধিজীবি বলছি। অর্থাৎ এখানে বৈদিকতায় মিশ্রিত জল থেকে যুক্তিসংগত দুধকে আলাদা করে নিয়ে সমাজ ও দেশের কাজে লাগাতে পারেন আর বৈদিকবাদকে হাসের ডানা ঝাপ্টার মতো নিম