Skip to main content

Posts

Showing posts from June, 2023

গুরুচাঁদ চরিতে প্রতিফলিত শিক্ষা দর্শনের মূল্যবোধ ও নৈতিকতার উল্লেখ্যে কবি মহানন্দ হালদাররের কৃতিত্ব। লেখক – জগদীশচন্দ্র রায় (মুম্বাই)

  গুরুচাঁদ চরিতে প্রতিফলিত শিক্ষা দর্শনের মূল্যবোধ  ও নৈতিকতার উল্লেখ্যে কবি মহানন্দ হালদাররের কৃতিত্ব। লেখক – জগদীশচন্দ্র রায় (মুম্বাই)       ‘শ্রীশ্রীগুরুচাঁদ চরিত’ মতুয়াধর্মের আকর গ্রন্থটিতে কবি মহানন্দ হালদার গুরুচাঁদ ঠাকুরের জীবন চরিতের মধ্য দিয়ে   সামাজিক, ধর্মীয়, শিক্ষা ও মানব বিকাশের জন্য যেসকল উপকরণের প্রয়োজন, সেসব থেকে বঞ্চিতদেরকে মুক্তির দিশা দেখিয়ে অন্ধত্ব থেকে আলোর উন্মোচন ঘটিয়েছেন। গুরুচাঁদ ঠাকুর যেমন আমৃত্যু সমাজ জাগরণের জন্য নিবেদিত প্রাণ ছিলেন। মানব কল্যাণই তাঁর মুখ্য উদ্দেশ্য ছিল। তাঁর কাছে জাতি-ধর্ম নির্বিশেষে সকল মানুষই ছিল সমান। এসব বিষয়ের উপর কবি যেভাবে তাঁর প্রতীভার পরিচয় দিয়েছেন সেটা এক কথায় অনবদ্য।       আমরা দেখে নেবো কবি যেভাবে ‘শ্রীশ্রীগুরুচাঁদ চরিত’-এর মধ্য দিয়ে শিক্ষার দর্শনকে তুলে   ধরছেন। সেই শিক্ষা কি শুধু প্রাতিষ্ঠানিক না কি সঙ্গে সামাজিকও? অর্থাৎ শিক্ষার সঙ্গে মূল্যবোধ ও নৈতিকতার প্রয়োজন কতোটা? এই সব বিষয় নিয়ে কবি কিভাবে বিষয়গুলোকে ফুটিয়ে তুলেছেন তার লেখনীর মাধ্যমে সেটারও বিশ্লেষণের চেষ্টা করব।     গুরুচাঁদ চরিতে কিভাবে শিক্ষা দর্শন প্রতিফলিত