Skip to main content

Posts

Showing posts from May, 2015

হরিলীমৃতে অলৌকিকতার প্রাসঙ্গিকতা -*সুষেণ বিশ্বাস*

হরিলীমৃতে অলৌকিকতার প্রাসঙ্গিকতা * সুষেণ বিশ্বাস * জয় হরিচাঁদ , জয় গুরুচাঁদ। মঞ্চে উপবিষ্ট গুণীজন , সামনে বসে আছেন বিজ্ঞজন। মা , বাবা , ভাই , বোন  প্রত্যেককে আমার শ্রদ্ধা ভালবাসা জানাই। শ্রীশ্রীহরি লীলামৃতে অলৌকিকতার প্রাসঙ্গিকতা- এই বিষয়ে আমার বক্তব্য। আমরা আলোচনার আগে বুঝেনেব বৈদিক এবং অবৈদিক প্রসংগ। বৈদিক- প্রধানতঃ বেদকে আশ্রয় করে যে অমানবিক অবৈজ্ঞানিক  অলৌকিক কাহিনি গাথা , সেটা হচ্ছে বৈদিক। যেখানে একটা  ভগবান থাকবে , তিনি সর্ব শক্তিমান , অসংখ্য দেব-দেবী থাকবে। অনেক অবতার পুরুষ থাকবেন। জন্মান্তরবাদ থাকবে। সেখানে ইনিয়ে বিনিয়ে গল্প কথা থাকবে। একটা শোষণের ধর্ম। এটা বৈদিক।   তাহলে অবৈদিক ? অবৈদিক ধর্মদর্শন বিজ্ঞানের উপর নির্ভর করে গড়ে উঠেছে। অত্যন্ত মানবিক , বিজ্ঞান ভিত্তিক , পরিসুদ্ধ একটি ধর্ম , যা মানব জীবনকে ক্রমশঃ উন্নতির দিকে নিয়ে যায় , প্রগতির দিকে নিয়ে যায়। যেখানে একটা সর্বশক্তিমান ঈশ্বর নেই। তেত্রিশ কোটি দেবতা নেই। অবতার পুরুষ নেই। জন্মান্তরবাদ নেই। আত্মার অস্তিত্ত্ব নেই। এমন একটা ধর্ম দর্শন হচ্ছে অবৈদিক ধর্মদর্শন।     কবি চুড়ামণী  রসরাজ তারক সরকারের শ্রীশ্রীহরি