Skip to main content

Posts

Showing posts from January, 2017

নমঃশূদ্রদের পূর্ব পরিচয়- জগদীশচন্দ্র রায়

নমঃশূদ্রদের পূর্ব পরিচয় জগদীশচন্দ্র রায় (মুম্বাই) roy.1472@gmail.com M. No. 09969368536     1881 সালে দত্তডাঙার ঈশ্বর গাইনের বাড়িতে শ্রদ্ধানুষ্ঠান উপলক্ষে বহু দূর-দূরান্ত থেকে যে অসংখ্য জ্ঞানী-গূণীজন আসেন, তাদের উপস্থিতিতে গুরুচাঁদ ঠাকুর সভাপতির ভাষণে প্রথমেই জানান-                “তাই বলি সভাজন          সবে হয়ে এক মন                                  নমঃশূদ্র জাতি কথা শুন মন দিয়া।                         -----------------------------------------                          নমঃশূদ্র কবে হল          পূর্বে তারা কিবা ছিল                               সংক্ষেপেতে সেই কথা বলিব সভায়। -গুরুচাঁদ চরিতপৃঃ ১২৩           সুধী সভাসদগণ, আপনারা ধৈর্য্য ধরে শান্ত হয়ে শুনুন কিভাবে এই নমঃশূদ্র জাতি তৈরী হল। আর এর পূর্বে এই জাতির পরিচয় ও ধর্ম  কি ছিল? সেসব কথা আমি সংক্ষেপে বলতে চেষ্টা করছি। আচার বিচার যত           সব ব্রাহ্মণের মত        শুধুমাত্র যজ্ঞসূত্র গলে নাহি রয়। সবে করে কৃষি কাজ, তা’তে নাহি কোন লাজ      পূর্বকালে আর্য জাতি করিত সবাই। - গুরুচাঁদ চরিত পৃঃ ১২৩