Skip to main content

Posts

Showing posts from June, 2015

মতুয়াধর্ম কি স্বাধীন-স্বনিয়ন্ত্রিত কোন স্বতন্ত্র ধর্ম, নাকি হিন্দুধর্মের কোন শাখা-প্রশাখা? অথবা হরিচাঁদের দর্শন কি অবৈদিক দর্শন, নাকি তিনি বৈদিক দর্শনের ধারক ছিলেন?

মতুয়াধর্ম কি স্বাধীন-স্বনিয়ন্ত্রিত কোন স্বতন্ত্র ধর্ম , নাকি হিন্দুধর্মের কোন শাখা-প্রশাখা ? অথবা    হরিচাঁদের দর্শন কি অবৈদিক দর্শন , নাকি তিনি বৈদিক দর্শনের ধারক ছিলেন ? _______________________________________ বৈদিক ধর্মই পরবরতীকালে হিন্দুধর্ম নামে আখ্যায়িত হয়েছে । আর ধর্ম ও দর্শন মূলত একই কথা। অতএব হরিচাঁদ যদি বৈদিক দর্শনের ধারক হন , তাহলে তাঁর প্রবর্তিত মতুয়াধর্মও বৈদিক ধর্ম বা হিন্দুধর্মের শাখা হবে। অপরপক্ষে হরিচাঁদ ঠাকুর যদি অবৈদিক দর্শনের ধারক হন তাহলে তাঁর প্রবর্তিত মতুয়াধর্মও  হবে অবৈদিক ধর্ম। অর্থাৎ মতুয়াধর্ম বৈদিক বা হিন্দুধর্মের কোন শাখা-প্রশাখা নয় এটা প্রমাণিত হবে। অন্য কোন অবৈদিক ধর্মের প্রভাব সেখানে আছে কিনা সেটা পরের বিচার্য বিষয়। বৈদিক বা হিন্দুধর্মের প্রভাব যে মতুয়াধর্মে নেই সে সম্বন্ধে আমাদের কোন প্রকার সংশয় থাকবে না। —- মতুয়া ধর্ম যদি অবৈদিক ধর্ম বলে প্রমাণিত হয় , তবে দেখতে হবে তার অন্য কোন অবৈদিক ধর্মের সঙ্গে সাদৃশ্য বা যোগসুত্র আছে কিনা। তা হলে মতুয়াধর্ম বৈদিক ধর্ম কিনা সেটা বুঝতে হলে সর্বাগ্রে বৈদিক ধর্মের এমন কিছু বিষয়ের প্রতি বিশেষভাবে দৃষ্টি দিতে হব