Skip to main content

Posts

Showing posts from August, 2013

মতুয়া নিয়ে সময়োপযোগী ভাবনা

আমরা যারা মতুয়াদের বর্তমান অবস্থাতে সন্তুষ্ট নই তারা তাদের অসন্তুষ্ট হবার কারনটি ব্যাখ্যা করলে বিষয়টিকে অনুধাবন করা আমাদের সকলের জন্য সহজ হয় । 💠 💠 💠 💠 💠 💠 💠 💠 💠 💠 💠 💠 💠 💠 💠 💠 💠 💠 💠 💠 💠 💠 💠 💠 কেউ বলছেন আমাদের মতুয়াদের মন্দিরে যাওয়া উচিৎ নয় , মুর্তি পুজো করা উচিৎ নয় ,এই মতুয়াদের পথ আধ্যাত্মিকতা বহির্ভুত হওয়া উচিৎ ইত্যাদি আরও বহু কথা , উচিৎ-অনুচিত ব্যাপার-স্যাপার । কিন্তু এই কথাগুলোর আসল মানেটা বোঝা হয়ত অনেকের পক্ষেই সহজ হয়ে ওঠে না বা যারা বোঝেন তারা এগুলো এড়িয়ে যান । আবার আমরা অনেকেই এই কথাগুলোর সাথে পরিচিত নই – তাই বেশ অস্বস্তিতে ভুগি । বস্তুবাদীদের কথা শুনলে আমাদের ভক্ত-মতুয়াদের যে অস্বস্তি হয় তার পেছনে অনেক কারণ লুকিয়ে আছে । আসলে লুকিয়ে আছে বলছি কেন , এগুলো আমাদের সকলের সামনেই প্রকাশিত । আর এর থেকে অনেক প্রশ্ন চলে আসে । উচিৎ অনুচিত ব্যাপারটা সময়ের সাথে সাথে কতোটা পরিবর্তনশীল তাই আমরা অনেকে ঠিক করে বুঝতে পারি না । কিছু বাস্তব প্রশ্ন অতি কঠোরভাবে আমি উপস্থাপন করছি এখানে । এখানে ঐ অস্বস্তিকর ব্যাপারটিও আসবে । 💠 সময় আমাদের চালনা করে । সম