Skip to main content

Posts

Showing posts from May, 2016

কিছু মতুয়ার বুদ্ধ ও আম্বদেকরের নামে এলার্জি? নাকি জ্ঞানের অভাব?

কিছু মতুয়ার বুদ্ধ ও আম্বদেকরের নামে এলার্জি ? নাকি জ্ঞানের অভাব ? গত তিন বছর আগে মুম্বাই থেকে বগুলাতে হরিচাঁদ ঠাকুরের দ্বিশত জন্মদিবস পালন উপলক্ষে অনুষ্ঠান করেতে আসেন কিছু শিক্ষিত মানুষ । স্থানীয় কিছু মতুয়ার কাছ থেকে তাঁদের শুনতে হয় , “ এই শিক্ষিত লোকেরা এই মতুয়াধর্মের মধ্যে ঢুকে সবকিছুর সর্বনাশ করে দেবে । ”   সর্বনাশ না আশীর্বাদ সেটা এই তিন বছরে অনেক কিছু বোঝা যাচ্ছে ।       আর বর্তমানে আর একটা কথা ঘুরে ফিরে আসছে , “ হরিচাঁদ ঠাকুরের নামের সঙ্গে বুদ্ধকে কেন জড়ানো হচ্ছে ? তারপর আবার এই শিক্ষিত নামধারী মতুয়ারা আম্বেদকরকেও গুরুচাঁদ ঠাকুরের সঙ্গে এক আসনে বসাচ্ছে ?”   এনাদের যদি বলি , লীলামৃতের লেখা লাইনগুলিকেই শুধু না দেখে সঙ্গে তার অন্তর্নিহিত কথাটাকে উপলব্ধি করার চেষ্টা করুন । তাহলে হয়তো অনেক কথার সঙ্গে একথাও বলা হবে –‘ এই  পন্ডিতের আবার কোথা থেকে উদয় হলো ?  ও কি বোঝে হরি - গুরুচাঁদের তত্ত্বকথা ?’   আমি স্বীকার করছি , আমি আপনাদের মত অতো জ্ঞানী নই । কিন্তু বুঝতে প