Skip to main content

Posts

Showing posts from May, 2021

*হরিনামের রথ* লেখক – জগদীশচন্দ্র রায়

                                                                                                                              * হরিনামের রথ* লেখক – জগদীশচন্দ্র রায় মতুয়াদের মধ্যেও ‘রথ’ এর সংস্কৃতির নিদর্শন খুঁজে পাচ্ছি। লিখিত নয় , সামাজিকভাবে প্রচলিত। তবে এই রথ বৈদিক মতের তিথি অনুসারে চালানো হলেও এর মাহাত্ত্ব কিন্তু বৈদিক নয়। আসুন এ সম্পর্কে কিছু আলোকপাত করা যাক।      প্রথমেই জানাই , বাংলাদেশের Jagoran Patrika - এর সম্পাদক ও মতুয়া গবেষক Shashanka Bar মহাশয় এই বিষয়ে তাঁর টিম নিয়ে অনুসন্ধান করতে গিয়ে খোঁজ পেয়েছেন – ‘বাংলাদেশের গোপালগঞ্জ জেলার শ্রীপুর গ্রামে দশরথ বর (বিশ্বাস) নামে একজন মহা হরিভক্ত বাস করতেন। একদিন তিনি তাঁর প্রাণের ঠাকুর হরিচাঁদকে সুসজ্জিত রথে চড়িয়ে ভ্রমণ করানোর ইচ্ছা প্রকাশ করলে তাঁর বাড়ির লোকজন তাঁকে ১৬ চাকার একটি বৃহৎ রথ গড়িয়ে দেন। এরপর রথযাত্রার দিন সেই রথটিকে তিনি ‘হরিনামের রথ’ বলেই নাকি চালিত করেছিলেন!      ‘ আদি রথটি ১২৮৪ বঙ্গাব্দে (ইং ১৮৭৭ সালে) নির্মিত হয়েছিলো। তবে সেই ঐতিহাসিক রথটিকে ১৯৭১ সালে পাকিস্তানের সেনাবাহিনী পুড়িয়ে দিয়েছিলো। পরে সেই রথের আদলে