Skip to main content

Posts

Showing posts from September, 2015

দ্বাদশ আজ্ঞা ও সপ্ত নিষেধাজ্ঞা

বারটি(১২) আজ্ঞা বা আদেশ যাকে বলা হয় দ্বাদশ আজ্ঞা । সেগুলো নীচে দেওয়া হল-  (১) গার্হস্থ্য ধর্ম পালন বা এক নারী ব্রহ্মচারিঃ                                      করিবে গার্হস্থ্য ধর্ম লয়ে নিজ নারী।                                      গৃহে থেকে সন্ন্যাসী বানপ্রস্থ ব্রহ্মচারী ।। (২) সত্য কথা বলাঃ                    গৃহধর্ম রক্ষা করে বাক্য সত্য কয় ।                                      বানপ্রস্থী পরমহংস তার তুল্য নয় । (৩) পরদুঃখে দুখী হওয়া এবং দুঃখীকে সহযোগিতা দানঃ                                      পরনারী মাতৃতুল্য , মিথ্যা নাহি কবে ।                                      পরদুঃখে দুঃখী সদাই সচ্চরিত্র রবে ।। (৪) সাধন , ভজন , দীক্ষা , তীর্থ পর্যটন প্রভৃতি আচার সর্বস্বতা পরিত্যাগ করাঃ                                      দীক্ষা নাই , করিবে না তীর্থ পর্যটন ।                                      মুক্তিস্পৃহা শূন্য , নাহি সাধন ভজন ।। (৫) ভাবের আবির্ভাবঃ                  গৃহেতে থাকিয়া যার ভাবোদয় হয় ।                                      সেই সে পরম সাধু জানিবে নিশ