Skip to main content

Posts

Showing posts from August, 2025

মতুয়াধর্ম দর্শন প্রতিষ্ঠার সংগ্রামী যোদ্ধা*সোনার মানুষ গোপাল সাধু*

  * মতুয়াধর্ম দর্শন প্রতিষ্ঠার সংগ্রামী যোদ্ধা সোনার মানুষ গোপাল সাধু* ( ৯ জুন এই মহামানবের মহাপ্রয়াণ দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি) লেখক- জগদীশচন্দ্র রায় প্রবাদ আছে কারো সাফল্যের পিছনে অন্যের অবদান না থাকলে সেটা সম্ভব হয়ে ওঠে না। আজ আমরা হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুর দ্বারা প্রবর্তিত মতুয়াধর্ম ও দর্শন নিয়ে যে চর্চা করছি , তার পিছনে যে মানুষটির সব থেকে বড় অবদান বলে আমি মনে করি ; তিনি হচ্ছেন – গোপাল হালদার। যাকে আমরা ‘সোনার মানুষ গোপাল সাধু’ বলে জানি। তবে তাঁর অবদান সম্পর্কে আমরা জানার আগ্রহ প্রকাশ করি না বললেই চলে। তাঁর অবদানের বিশাল সমুদ্র থেকে সামান্যই এই লেখার মধ্যে তুলে ধরতে চেষ্টা করছি। কারণ , আজ এই মহান ত্যাগীর মহাপ্রয়াণ দিবস। তাঁকে অন্তরের শ্রদ্ধা জানাতে এই পুষ্পাঞ্জলি নিবেদন। ‘ জন্মঃ- ১২৮০ বঙ্গাব্দের ২৪শে বৈশাখ গোপালচাঁদের জন্ম। ইং ১৮৭৩ সালের ৫ মে। লক্ষ্মীখালী নামে গ্রাম খুলনা জিলায়। বার শত আশি সালে আসি জন্ম লয়। পিতা তাঁর শুদ্ধ শান্ত শ্রীরাম চরণ। উপাধি হাওলাদার-ধনী একজন। (গুরুচাঁদ চরিত পৃ. ৩১৯)   ‘ বাদাবনের জল হাওয়ায় শিশু গোপাল বড় হতে থাকে। প্রকৃতি গোপন অভিসারে...