Skip to main content

Posts

Showing posts from September, 2024

তোমার বিদ্যাসাগর ও আমার বিদ্যাসাগর

  তোমার বিদ্যাসাগর ও আমার বিদ্যাসাগর লেখক – জগদীশচন্দ্র রায়   তুমি লিখেছো-   ‘বিদ্যাসাগরের মতো হিন্দু ধর্মের আরও কোনও সংস্কারক গত দুশ বছরে জন্মেছেন কি ?   কারও কথা তো জানিনা।’   তোমার মতো আরো অনেকেই জানেন না খবরটি। কারণ, তোমার বিদ্যাসাগর ও তুমি আন্তর্জাতিক। আর আমার বিদ্যাসাগর ও আমি হয়ে আছি আঞ্চলিক।   তোমার বিদ্যাসাগর কাজ করেছিলেন তাঁর জাতির জন্য, সেখানে প্রবেশাধীকার ছিল না শূদ্রের জন্য। তোমার বিদ্যাসাগর গড়ে ছিলেন ৩৫টি স্কুল,   প্রসার ঘটিয়েছিলেন নারী শিক্ষায়। আন্দোলন করেছিলেন বিধবা বিবাহের।   আমার বিদ্যাসাগরের উদ্যোগে গড়ে উঠল ৩৯৫২টি স্কুল। ( *একথা বিশ্বাস না হলে দেখুন, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণির বই ‘স্বদেশ পরিচয় ও পরিবেশ’ সেখানে উল্লেখ আছে তাই। ) সার্বজনীন শিক্ষা ও নারী শিক্ষার জন্য করলেন আন্দোলন। আর ১৯১০ সালে করলেন বিধবা বিবাহ প্রচলন। স্কুল শিক্ষা শুধু নয়, সামাজিক শিক্ষারও করলেন প্রবর্তন। তোমার বিদ্যাসাগরকে যেমন সমাজের ধর্মান্ধ উচ্চবর্গীয়দের সাথে করতে হয়েছিল মোকাবিলা। আমার বিদ্যাসাগরকেও...