গুরুচাঁদ_ঠাকুর কি সত্যি সত্যি কালী পূজা করেছিলেন? কালী পূজার দিন গুরুচাঁদ ঠাকুর সকল মতুয়াদেরকে কী করতে বলেছিলেন? দীপদান উৎসবের আসল অর্থ কী?
কালী পূজার দিন গুরুচাঁদ ঠাকুর কেন ঠাকুর উৎসব পালন করতে বলেছিলেন? দীপদান উৎস বের আসল অর্থ কী? “ঠাকুর উৎসব” ও “দীপদান উৎসব” উপলক্ষে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই। পুরানো ইতিহাসকে যতই পরিবর্তন করা হোক না কেন তার চিহ্ন থেকে যায়। যেমন বলা হয় – নদী মরে গেলেও তার রেখা থেকে যায়। তেমনই আমরা দেখতে পাই – বাংলায় কালী পূজার দিন যেটাকে অন্যত্র দীপাবলির দিন বলা হয়। আর মতুয়া বিচারধারায় এটাকে “ঠাকুর উৎসব” বলা হয়। যার প্রবর্তন করেন গুরুচাঁদ ঠাকুর ১৯০৮ সালের ২৫ অক্টোবর। (ভিডিওটি দেখুন) https://www.youtube.com/watch?v=gMj3jeYozyU&t=37s এই দিন সাধারণত কার্ত্তিক অমাবশ্যার দিন। যে দিনে ঘরে ঘরে প্রদীপ জ্বালানো হয়। হ্যাঁ, এই প্রদীপ জ্বালানোই ইতিহাসের চিহ্ন রাখে। প্রশ্ন হচ্ছে এই দিনে কেন প্রদীপ জ্বালানো হয়? এই প্রশ্নের উত্তরের সন্ধানের পূর্বে আমাদের জেনে রাখা ভালো যে, সারাভারত অর্থাৎ অবিভক্ত ভারত এক সময় বৌদ্ধময় ছিল। আর বাংলায় প্রায় সাড়ে চারশো বছর বৌদ্ধ শাসন ছিল। যদিও সে সব লুপ্ত প্রায়। বা সে সব ইতিহাস নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। আর সামাজিক...