Skip to main content
মতুয়া আন্দোলন ও বাংলার নবজাগরণ 
 
ঠাকুর শ্রী শ্রী হরিচাঁদ মানব পুরুষ : 
অধ্যাত্ম পুরুষ-শ্রী সন্তোষ কুমার বারুই-সংকলক ও সম্পাদক। বই এর পৃষ্ঠা নং 
১০ ,বিষয়:-মতুয়া আন্দোলন ও বাংলার নবজাগরণ লেখক অনিল সরকার। থেকে গৃহীত-
মতুয়াদের বিবাহে, শ্রাদ্ধে কোনো ব্রাহ্মণ
 পুরোহিত লাগে না, গোসাঁইদের দ্বারা সব হয়ে যায় । হিন্দু ধর্মের মধ্যে 
পুরোহিত ব্রাহ্মণ ও তার ছেলে এবং নাতি ছাড়া অন্য কেউ হতে পারে না । বৌদ্ধ 
ধর্মে সবাই পারে, খৃষ্ট সবাই পারে,ইসলাম ধর্মে সবাই পারে, ব্যতিক্রম শুধু 
হিন্দু ধর্ম । শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর একে Break করেছেন- এর নাম 
Revolution. সমাজ বর্ণ বিভক্ত, শ্রেনী বিভক্ত, শোষক শ্রেনী বিভক্ত, শাসক 
ধর্ম বিভক্ত । ——– —-ঠকুর হরিচাঁদ –গুরুচাঁদ শাসিত মানুষের জন্য, পতিত ও 
শূদ্রদের জন্য ঘোষণা করলেন বিকল্প পথ ।তাঁর ধর্মে মূর্ত হয়ে উঠেছে ধর্ম 
সংস্কার , গার্হস্থ্য ধর্ম , কৃষি , বাণিজ্য, শিক্ষা , ইহকালবাদী প্রেম 
–ভক্তি , সকলের মধ্যে সম্প্রীতি যা রূপ নিয়েচে একটি প্রতিবাদী ধর্মে 
–Protestant Religious. তিনি দিলেন নূতন পথ, নূতন জামানা , ধর্ম বিস্তার , 
শিক্ষাবিস্তার , সংঘশক্তি, জাত পাত ও সাম্প্রদায়িকতা বিমোচন-যার নাম বিপ্লব
 ।
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
Comments
Post a Comment